*** লিভার আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অঙ্গ । শরীরকে সুস্থ রাখতে প্রয়োজন সুস্থ লিভার। লিভারকে বলা হয় শরীরের পাওয়ার হাউস, যা জীবন-ধারণের জন্য অপরিহার্য। লিভার ট্রান্সপ্লান্টেশনে মানবদেহের অকার্যকর লিভার ফেলে নতুন লিভার প্রতিস্থাপন করা হয় ।
লিভার ট্রান্সপ্লান্ট এর প্রয়োজন কোন ধরণের রোগীর হয়ে থাকে ?
**** খুব স্বল্পমেয়াদী অথবা দীর্ঘমেয়াদী লিভার রোগের কারনে কোন ব্যক্তির যদি লিভারের কার্য ক্ষমতা হারিয়ে যায় তাহলে সেই ব্যক্তির লিভার ট্রান্সপ্লান্ট বা প্রতিস্থাপনের কথা বিবেচনা করা হয়। লিভার ট্রান্সপ্লান্ট এর দরকার হয় যে সকল রোগের কারণে সেগুলি হলো - হেপাটাইটিস বি ও হেপাটাইটিস সি ভাইরাস জনিত সিরোসিস, প্রাইমারি বিলিয়ারি সিরোসিস, প্রাইমারি স্কেরোজিং কোলেনজাইটিস, শিশুদের বিলিয়ারি আটরেসিয়া (পিত্তনালী শুকিয়ে যাওয়া), মেটাবোলিক ডিজঅর্ডার ইত্যাদি। এছাড়াও ভাইরাস ইনফেকশন অথবা মদ্যপানের কারণেও অনেক সময় লিভার ফেইলিওর হলেও ট্রান্সপ্লান্ট এর প্রয়োজন হতে পারে।
ট্রান্সপ্লান্ট এর জন্য লিভারের উৎস কি ?
***** সাধারণত দুটি উৎস থেকে দানকৃত লিভার নেওয়া হয়।
১) জীবিত ব্যক্তির দেহ থেকে লিভার ট্রান্সপ্লান্ট(Deceased Donar Liver Transplant-DDLT):
• এ ক্ষেত্রে একজন জীবিত সুস্থ ব্যক্তি লিভারের একটি অংশ(ডান অথবা বাম দিক)তার কোন নিকট আত্মীয় কে দান করতে পারেন।
২) মৃত ব্যক্তির দেহ থেকে লিভার ট্রান্সপ্লান্ট(Deceased Donor Liver Transplant- DDLT):
• এ ক্ষেত্রে লিভারটি একজন ব্রেইন ডেথ (জীবনরক্ষাকারী সহায়তা সমূহ সরিয়ে নেবার পর, রোগীর যখন আর বেঁচে থাকার সম্ভবনা থাকে না) সেই সময় ঘোষিত রোগীর দেহ থেকে অপসারন করা হয়।
জীবিত লিভার দাতা কে হতে পারবেন ?
****** যে কোন জীবিত ব্যক্তি তার লিভারের একটি অংশ দান করতে পারে। ১৮-৬৫ বছরের কোন সুস্থ ব্যক্তির রক্তের গ্রুপ যদি গ্রহিতার রক্তের গ্রুপের সাথে মিলে যায় তাহলে উনি তার লিভারের একটি অংশ ওই ব্যক্তিকে দান করতে পারবেন।দাতা হিসাবে কোন ব্যক্তির যোগ্যতা যাচাইয়ের জন্য লিভার ট্রান্সপ্লান্ট টিম, ওই ব্যক্তির শারীরিক ও মানসিক স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা এবং বিভিন্ন ল্যাবরেটরী টেস্ট করিয়ে থাকেন এবং এসব ক্ষেত্রে দাতার শারীরিক নিরাপত্তার বিষয়টি সর্বাপেক্ষা গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়।
লিভার ট্রান্সপ্লান্ট সার্জারি কিভাবে করা হয় ?
******* দুটি স্বয়ংসম্পূর্ণ অপারেশন থিয়েটারে অভিজ্ঞ দুইদল লিভার ট্রান্সপ্লান্ট সার্জন কাজ করে। এই সময় লিভারের রক্ত সরাবরাহ যন্ত্রের সাহায্যে সেই রক্ত দেহের অন্যন্য অঙ্গে প্রভাবিত করা হয়। অপর দলটি দাতার দেহ থেকে সুস্থ লিভারের অংশ বিশেষ অপসারন করে তা প্রতিস্থাপনের জন্য প্রস্তুত করে থাকেন। এরপর দানকৃত লিভারের অংশ রোগীর দেহে প্রতিস্থাপন করা হয়।
ট্রান্সপ্ল্যান্টের পর লিভার গ্রহীতার ক্ষেত্রে কি ঘটে ?
******** দান করার পর দাতার অবশিষ্ট লিভার তার দেহে পুনরায় বাড়তে থাকে। এটি ৬-১২ সপ্তাহের মধ্যে তার পূর্বের সম্পূর্ণ কর্মক্ষমতা ফিরে পায় । প্রতিস্থাপিত লিভার গ্রহীতার দেহে অনুরূপভাবে দ্রুত বাড়তে থাকে। দেহের গুরুত্বপূর্ণ কার্য পরিচালনার জন্য, একটি নতুন অঙ্গের চাহিদা অনুযায়ী কাজ করে থাকে।






No comments:
Post a Comment