Thursday, July 25, 2019

হার্ট নিয়ে দু চার কথা -

মানুষের হৃদয় একটি অঙ্গ যা সারা শরীর জুড়ে রক্ত সঞ্চালন পদ্ধতির মাধ্যমে রক্ত পাম্প করে, টিস্যুতে অক্সিজেন এবং পুষ্টি সরবরাহ করে এবং কার্বন ডাই অক্সাইড এবং অন্যান্য বর্জ্য অপসারণ করে।
হার্ট দূর্বলতার এমন কিছু লক্ষন যেগুলো দেখা মাত্রয় সাবধান হওয়া উচিতঃ

- শ্বাসকষ্ট
- দুশ্চিন্তা
- মাথাঘোরা
- অত্যধিক দূর্বলতা
- অস্বস্তি, বুকে চাপ
- বাম হাত সহ পিঠ, চোয়াল,ঘাড় ব্যথা
- হজমে সমস্যা

- ঘাম, বমি ভাব, বমি
- স্নায়ু সমস্যা
- বুকে জ্বালাপোড়া
- অস্বাভাবিক হৃদস্পন্দন
- বুকে ব্যথা
- ঠান্ডা সহ্য করতে না পারা
- কাজের সময় বা ঠান্ডায় বুকে চাপ
- শরীরের মধ্যভাগে মেদ বৃদ্ধি



হার্ট এটাক হওয়ার ৩০ মিনিট আগে বা তার কিছু সময়কাল ধরে এই লক্ষণ সমূহ দেখা দিতে থাকে। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে আবার কোন লক্ষণ ছাড়াই হার্ট এটাক হতে পারে। লক্ষণ দেখা দেয়ার সাথে সাথে বিশ্রাম বা ঔষধ প্রয়োগের অপেক্ষা না করে রোগীকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে হবে।

    হৃদরোগের কারণঃ
.
- ডায়াবেটিস
- অত্যধিক মানসিক চাপ
- উচ্চ রক্তচাপ/ হাইপারটেনশন
- কিডনীর অসুখ
- মদ্যপান, ধূমপান
- অপরিমিত খাদ্যাভ্যাস
- থাইরয়েড এর ত্রুটি
- ব্যাকটেরিয়াল, ভাইরাল ইনফেকশন
- জন্মগত ত্রুটি                                                           
- আয়রন অথবা প্রোটিন এর আধিক্য                         
- অতিমাত্রায় ব্যয়াম অনুশীলন
- বিশৃঙ্খল জীবনযাপন
- উচ্চ মাত্রার ব্যথানাশক ঔষধ, যেমন, Ibuprofen    
  রোগীর জন্য নিম্নলিখিত পরীক্ষা গুলির প্রয়োজন হয়ঃ

• Electrocardiogram (ECG)
• Holter monitoring
• Echocardiogram
• Stress test
• Cardiac catheterization
• Cardiac computerized tomography (CT) scan
• Cardiac magnetic resonance imaging (MRI)
.
***ভারতে চিকিৎসা সংক্রান্ত যে কোনো ধরণের প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে আমাদের সাথে নির্দ্বিধায় যোগাযোগ করুন।(মেডিকেল ভিসা ,ডাক্তার এর এপয়েন্টমেন্ট, সেকেন্ড ওপিনিয়ন) 
                                

No comments:

Post a Comment