ফুসফুস মানব দেহের খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। আমাদের বুকের বাম দিকে রয়েছে হৃৎপিণ্ড এবং হৃৎপিণ্ডের দুপাশ জুড়েই রয়েছে এর অবস্থান। ফুসফুসের প্রধান কাজ হলো শ্বাস-প্রশ্বাসের কাজে সাহায্য করা।
২) ফুসফুস আমাদের মস্তিষ্কে দূষিত বায়ু প্রবেশে বাধা দেয় এবং বিশুদ্ধ বায়ু প্রেরণে ভূমিকা রাখে।
ফুসফুসের কাজঃ
১) আমাদের নাকের মাধ্যমে ঢুকে যাওয়া অপ্রয়োজনীয় বস্তুকে দেহের বাইরে বের করে দেয়।
২) ফুসফুস আমাদের মস্তিষ্কে দূষিত বায়ু প্রবেশে বাধা দেয় এবং বিশুদ্ধ বায়ু প্রেরণে ভূমিকা রাখে।
শ্বাসতন্ত্রের সমস্থ রোগের মধ্যে ফুসফুসের ক্যান্সার সবচেয়ে মারাত্মক রোগ।
কারণঃ
ধূমপান (শতকরা ঌ০ ভাগ ফুসফুসের ক্যান্সারের জন্য দায়ী)। তাই ধূমপান কমালে ফুসফুসের ক্যান্সার হওয়ার হার কম হয়ে যাবে। মহিলাদের সিগারেট খাওয়ার প্রবণতা বেড়ে যাওয়ার জন্য তাদেরও ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হওয়ার হার ক্রমেই বেড়ে চলেছে। একজন অধূমপায়ী অপেক্ষা একজন ধূমপায়ীর ফুসফুসের ক্যান্সার হওয়ার ভয় থাকে ৪০ গুণ বেশি। যে যত বেশি ধূমপান করে তার তত বেশি ফুসফুসের ক্যান্সার হওয়ার ভয় থাকে। ধূমপায়ীদের সঙ্গে যারা চলাফেরা করে তাদেরও ফুসফুসে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। স্বামী অথবা স্ত্রী একজন ধূমপায়ী হলে অন্যজনের ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়।
লক্ষনঃ
ফুসফুসের ক্যান্সারের প্রধান উপসর্গ তিনটি কফ, কফের সঙ্গে রক্ত যাওয়া এবং শ্বাসকষ্ট।
১) কফ ও কাসিঃ কফ এ ধরণের ক্যান্সারের প্রাথমিক লক্ষণ। কফ প্রথমে শুষ্ক থাকে কিন্তু পরবর্তীকালে তা গাঢ় হয়ে যায়। যারা নিয়মিত ধূমপান করে তাদের কফের আওয়াজ অথবা গতি-প্রকৃতি যদি হঠাৎ বদলে যায় তবে বুকের এক্স-রে করা উচিত। ৪০ বছর বয়সের বেশি কারও যদি হঠাৎ করে কফ হয় আর তা দীর্ঘ দিনেও যদি সারতে না চায় তবে ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করা উচিত।
২) কাশির সাথে রক্ত পড়াঃ কফের সঙ্গে রক্ত যাওয়া ফুসফুসের ক্যান্সারের আরেকটি প্রধান উপসর্গ এটি হিমোপটেসিস নামেও পরিচিত। সাধারণত কফের সঙ্গে একটু একটু করে রক্ত যায়। তবে ফুসফুসের ভেতর কোনও বড় শিরা বা ধমনি ছিঁড়ে গেলে মারাত্মক রক্তপাত থেকে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে।
৩) শ্বাসকষ্ট হওয়াঃ অনেক কারণে ফুসফুসের ক্যান্সার আক্রান্ত রোগীর শ্বাসকষ্ট হতে পারে। টিউমার ফুসফুসের চারদিকে ছড়িয়ে পড়ার জন্য, শ্বাসনালীতে চাপ দেওয়ার জন্য, ফুসফুসের চারদিকে পানি জমার কারণে, স্নায়ুতন্ত্র আক্রান্ত হওয়া ইত্যাদি কারণে ফুসফুসের ক্যান্সার আক্রান্ত রোগীর শ্বাসকষ্ট হতে পারে।
উল্লিখিত উপযুক্ত তিনটি উপসর্গ ছাড়াও আরও অন্যান্য উপসর্গ নিয়ে রোগী ডাক্তারের কাছে আসতে পারে। যেমন- বুকেব্যাথা, গলার লসিকা গ্রন্থি বা গ্ল্যান্ড ফুলে যাওয়া, গলার স্বরে অস্বাভাবিক পরিবর্তন, জন্ডিস, হঠাৎ মূর্ছা যাওয়া, ফুসফুসের চারপাশে পানি জমা, বমি ভাব থাকে, ওজন কমে যায়, খাবারে অরুচি থাকে ইত্যাদি উপসর্গ নিয়েও রোগী হাসপাতালে আসতে পারে।
প্রতিকারঃ
রোগী ধূমপায়ী ও ৪০ বছরের বেশি বয়স হলে বা কোনো উপসর্গ দেখা দিলে (দীর্ঘদিন ধরে কাশি, কাশির সঙ্গে রক্ত পড়া) অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। দ্রুত রোগ ধরা পরলে যে অংশ ক্যান্সার আক্রান্ত হয়েছে তা কেটে বাদ দিয়ে রোগ নিরাময় সম্ভব। তাছাড়া কেমোথেরাপি এবং রেডিওথেরাপি দেওয়া যেতে পারে। ধূমপান ফুসফুসের ক্যান্সারের একটি প্রধান কারণ। তাই সিগারেট খাওয়া কমালে বা বাদ দিলে ফুসফুসের ক্যান্সারের হারও কমবে।




No comments:
Post a Comment